ত্রিশালে অনুষ্ঠিত হলো বাংলাদেশ বেতারের ‘তারুণ্যের কণ্ঠ’

নিউজ ডেস্ক

সময় একাত্তর

প্রকাশিত : ১১:৫৩ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

তরুণ-তরুণীদের মাঝে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ বেতারের ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ময়মনসিংহের ত্রিশালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজন করা হয় এ অনুষ্ঠান। বাল্যবিয়ের কুফল ও প্রতিরোধের উপায় নিয়ে বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল নিয়মিতভাবে এই অনুষ্ঠান করে থাকে।

অনুষ্ঠানে ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, ‘বাংলাদেশ বেতারের তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানে অংশগ্রহণকারী তরুণ-তরুণী বাল্যবিয়ে প্রতিরোধে সচেষ্ট হবে এবং বেতার শ্রোতা ও অভিভাবকগণ এ বিষয়ে সচেতন হবেন বলে আমি বিশ্বাস করি।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এিশাল সরকারি নজরুল একাডেমি প্রধান শিক্ষক এ কে এম কামরুল হাসানসহ স্কুলের শিক্ষক-শিক্ষিকাগণ। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণির ৫০ জন শিক্ষার্থী।

সজীব দত্তের সঞ্চালনায় উপপরিচালক মো. আমিরুল ইসলামের তত্ত্বাবধানে সহকারী পরিচালক (অনুষ্ঠান) তোফাজ্জল হোসেনের প্রযোজনায় ধারণকৃত এ অনুষ্ঠানটি আগামী ২৭ ফেব্রুয়ারি (শনিবার) রাত ৮.১০ মিনিটে ঢাকা- ক এবং এফ এম ১০৬ মেগাহার্জে ও বাংলাদেশ বেতারের এ্যাপসে শোনা যাবে।