ময়মনসিংহে `উন্নয়ন হবে, ধৈর্য্য ধরুন`: মসিক মেয়র টিটু

নিউজ ডেস্ক

সময় একাত্তর

প্রকাশিত : ০৯:২৯ এএম, ২ মার্চ ২০২১ মঙ্গলবার

সড়কের নির্মাণকাজ উদ্বোধন করেন মেয়র মো. ইকরামুল হক টিটু

সড়কের নির্মাণকাজ উদ্বোধন করেন মেয়র মো. ইকরামুল হক টিটু

ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র মো. ইকরামুল হক টিটু বলেছেন, ময়মনসিংহ সিটির নতুন অর্ন্তভুক্ত ওয়ার্ডগুলোর উন্নয়নে আমরা নানা কার্যক্রম পরিচালনা করে আসছি। করোনা ভাইরাসের সংক্রমণ যদি না ঘটতো তবে এ উন্নয়ন আরো তরান্বিত হতো। সুতরাং উন্নয়ন হবে, সবাই ধৈর্য্য ধরুন।

সোমবার (১ মার্চ) বিকেলে মসিকের ৩৩ নং ওয়ার্ডের শম্ভুগঞ্জ এলাকায় ৩ টি সড়কের নির্মাণকাজ উদ্বোধনকালে এসব কথা বলেন সিটি মেয়র।

এদিন মেয়র টিটু প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে শম্ভুগঞ্জ হালুয়াঘাট রোড থেকে নেত্রকোণা সড়ক পর্যন্ত ১৩৫০ মিটার আরসিসি রোড, শম্ভুগঞ্জ বাজারের মাছমহল থেকে চামড়া বাজার পর্যন্ত ৮৫০ মিটার আরসিসি রোড, শম্ভগঞ্জ হালুয়াঘাট রোড থেকে পশ্চিম সজিপাড়া ঈদগাহ মাঠ পর্যন্ত ৯০০ মিটার রাস্তার উদ্বোধন করেন।

এসময় ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহজাহান, ৩১,৩২,৩৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর ফারজানা ববি কাকলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল হক, সহকারী প্রকৌশলী মোঃ জসিম উদ্দিন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ ‍উপস্থিত ছিলেন।