নারী উদ্যোক্তাদের সমস্যা, সম্ভাবনা ও করণীয় বিষয়ক মতবিনিময় সভা

নিউজ ডেস্ক

সময় একাত্তর

প্রকাশিত : ১১:২০ এএম, ২ মার্চ ২০২১ মঙ্গলবার

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ময়মনসিংহে ‘নারী উদ্যোক্তাদের সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক এক মত বিনিময় সভা রবিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশেনের মেয়র ইকরামুল হক টিটু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উইমেন চেম্বার অফ কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুচি আক্তারী মহল, ময়মনসিংহ চেম্বারের সিনিয়র সহ সভাপতি শংকর সাহা।

সভাপতিত্ব করেন নারী উদ্যোক্তা আনোয়ারা পারভীন। সঞ্চলনায় ছিলেন কালের কন্ঠের ময়মনসিংহের নিজস্ব প্রতিবেদক নিয়ামুল কবীর সজল।

ময়মনসিংহ সিটি কর্পোরেশেনের মেয়র ইকরামুল হক টিটু বলেন, 'নারীদের ব্যবসায়িক উন্নয়নে সার্বিক সহযোগিতা করা হবে।' তিনি বলেন. সিটি কর্পোরেশন এবং ময়মনসিংহ চেম্বার সবসময় নারী উদ্যোক্তাদের পাশে আছে।

ময়মনসিংহ উইমেন চেম্বার অফ কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুচি আক্তারী মহল বলেন, 'নারী উদ্যোক্তাদের চেম্বারের সদস্য করার উদ্যোগ নেয়া হয়েছে।'

সভায় নারী উদ্যোক্তারা ই কমার্স প্রশিক্ষণ, বিনা মূল্যে সরকারীভাবে দক্ষতা বৃদ্বির প্রশিক্ষণ, সহজ শর্তে ব্যাংক ঋণ প্রাপ্তি, পণ্য প্রদশর্নীর সুবিধা, মেলার আয়োজন, বাজারজাতকরণ ইত্যাদি বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।

সভায় বক্তব্য রাখেন নাসের সরকার, ওয়ারেছ বাবু, আনোয়ার পারভেজ, মাইনুদ্দিন রায়হান, মরিয়ম বেগম, আইনুন নাহার, নুরজাহান, ইশরাত দৌলা ইমা, ফারজানা কণিকা, প্রমুখ।