বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা

নিউজ ডেস্ক

সময় একাত্তর

প্রকাশিত : ১১:২৬ এএম, ২ এপ্রিল ২০২১ শুক্রবার

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বঙ্গবন্ধুর চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ”এ প্রতিপাদ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন উদযাপন উপলক্ষ্যে নেত্রকোনার মোহনগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা অডিটরিয়ামে বুধবার বিকেলে ডা. আখলাকুল হোসাইন আহমেদ মেমোরিয়াল ট্রাস্টের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপীল বিভাগের মাননীয় বিচারপতি ও ডা. আখলাকুল হোসাইন আহমেদ মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারপার্সন ওবায়দুল হাসান।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ডা.আখলাকুল হোসাইন আহমেদ মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মির্জা আব্দুল গণি।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যাপক ড. রফিক উল্লাহ খান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা জজ শাহজাহান কবির, পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সী, অতিরিক্ত পুলিশ সুপার বারহাট্টা সার্কেল মোঃ সাইদুর রহমান, মোহনগঞ্জ পৌরসভার মেয়র, এড. লতিফুর রহমান রতন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম প্রমূখ।

আলোচনা সভা শেষে “গ্রন্থ কুঞ্জ” নামে মহান ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সংবিধানের স্বাক্ষরকারী, সাবেক এমপি, জননেতা মরহুম ডা. আখলাকুল হোসাইন আহমেদ এঁর স্মৃতি রক্ষায় পাঠাগার উদ্বোধন করা হয়।