ময়মনসিংহ বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা ৮০০ ছাড়াল

সময় একাত্তর

প্রকাশিত : ১১:১৫ এএম, ২৫ মে ২০২০ সোমবার

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

ময়মনসিংহ বিভাগে শনিবার নতুন করে ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা হলো ৮৩৮ জন। এর মধ্যে মধ্যে ময়মনসিংহ জেলায় ৩৮০জন, জামালপুর জেলায় ১৮৪ জন, নেত্রকোনা জেলায় ২০৭জন এবং শেরপুর জেলায় ৭৮ জন রয়েছেন।

 

শনিবারে ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে এবং জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৪৬৯ জনের নমুনা পরীক্ষা শেষে মোট ৩৩ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়। এদের মধ্যে ময়মনসিংহের ১৮ জন, জামালপুরের ৯ জন, নেত্রকোনার ৪ জন এবং শেরপুরে ২ জন।

ময়মনসিংহ বিভাগে করোনা শনাক্ত ৮০০ ছাড়ালেও সুস্থ হওয়ার সংখ্যাও ৩০০ ছাড়িয়েছে। এখন পর্যন্ত বিভাগে সুস্থ হয়েছেন ৩০৮ জন। এদের মধ্যে ময়মনসিংহে ১৩৩ জন, জামালপুরে ৮৫ জন, নেত্রকোনায় ৫৫ জন এবং শেরপুরে ৩৫ জন। শনিবার বিভাগে ১৩ জন সুস্থ হয়েছেন যাদের ৬ জন ময়মনসিংহ জেলার।

 

ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগের পরিচালক আবুল কাশেম বলেন, বিভাগে করোনায় মারা গেছেন ১৩ জন। করোনা রোগীদের আইসোলেশনে রেখে নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে ও চিকিৎসা-পরামর্শ দেওয়া হচ্ছে।