বইমেলায় প্রকাশিত হয়েছে মামুন রশীদ সম্পাদিত ‘দ্বিবাচ্য’

নিউজ ডেস্ক

সময় একাত্তর

প্রকাশিত : ০৩:২৩ পিএম, ৭ এপ্রিল ২০২১ বুধবার

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

অমর একুশের বইমেলায় প্রকাশিত হয়েছে মামুন রশীদ সম্পাদিত বাংলা ভাষার ছোট কাগজ ‘দ্বিবাচ্য’।

বেশ কিছুদিন ধরে প্রকাশিত হয়ে আসছে দ্বিবাচ্য। কাগজটির প্রথম তিনটি সংখ্যায় গদ্যের পাশাপাশি কবিতাও স্থান পেয়েছিল। তবে এবারের সংখ্যাটি গদ্য দিয়ে সাজানো হয়েছে।

ভাষার মাস আমাদের গর্বের মাস। এই মাসের সঙ্গে জড়িয়ে রয়েছে বাঙালির আবেগ, ভালোবাসা। দিবাচ্য’র বর্তমান সংখ্যাটি ভাষাবিষয়ক কয়েকটি গদ্য সন্নিবিষ্ট হয়েছে।

আবুবকর সিদ্দিকের ‘মায়ের বুলি—মধুর বুলি’ ভাষার গল্পে স্থান পেয়েছে। এছাড়াও বাকি ১৩টি গদ্যে স্থান পেয়েছে ভাষার বিভিন্ন আঙ্গিক, চিন্তা এবং গতিপ্রবাহের রূপরেখা। সম্পাদক মামুন রশীদ ‘ভাষার আগ্রাসন’ শিরোনামে গদ্যের ছলে তুলে ধরেছেন তার অনুভূতি।

সংখ্যাটিতে আরো লিখছেন, অভিজিৎ দাশগুপ্ত, ইসলাম রফিক, খৈয়াম কাদের, বেগম জাহান আরা, বঙ্গ রাখাল, বাবুল আনোয়ার, মমতাজউদ্দীন পাটোয়ারী, মামুন মুস্তাফা, মাসুদুল হক, সাইফুল ইসলাম, সুশীল সাহা, সোনালী ইসলাম প্রমুখ।

৪৬ পৃষ্ঠার এই ম্যাগাজিনটি পাওয়া যাচ্ছে বইমেলার ‘লিটলম্যাগ’ চত্বরে। মূল্য ৫০ টাকা। ষষ্ঠ সংখ্যার মুদ্রণ করেছে বগুড়ার আঁচড় গ্রাফিকস।