খালেদার এই পরিণতি হয়েছে ভুল রাজনীতির চর্চা আর অর্থলোভেই

নিউজ ডেস্ক

সময় একাত্তর

প্রকাশিত : ০৯:১৮ এএম, ১১ এপ্রিল ২০২১ রোববার

ফাইল ছবি

ফাইল ছবি

ভুল রাজনীতির চর্চা আর অর্থলোভই বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার আজকের এই পরিণতির জন্য দায়ী বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। তাদের মতে, নিজের করা একাধিক ভুল ও দলের নেতাকর্মীদের চরম দায়িত্বহীনতারই খেসারত দিচ্ছেন খালেদা জিয়া।

অনুসন্ধানে জানা গেছে, ভুল রাজনীতির চর্চা ও সাংগঠনিক দুর্বলতায় বিএনপি এখন রাজনৈতিকভাবে ক্ষয়িষ্ণু একটি দল। এ কারণে সব দলীয় কর্মসূচিতে নেতাকর্মীরা অনাগ্রহ দেখাচ্ছেন। আর এ নিয়ে ক্ষুব্ধ দলীয় নেত্রী খালেদা জিয়া। অথচ তিনি নিজের ভুলের কথা বেমালুম ভুলে গেছেন, স্মরণই করছেন না।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, খালেদা জিয়ার করা উল্লেখযোগ্য ১০ ভুল হলো- জাতির পিতাকে অসম্মান করা, ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল না করা, বঙ্গবন্ধুর হত্যাকারীদের মদদ দেয়া, স্বাধীনতা বিরোধীদের সঙ্গে আঁতাত করে তাদের গাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের সুযোগ দেয়া, নিজের দুই ছেলের করা অপকর্মের ওপর অন্ধ বিশ্বাস রাখা, আত্মীয়-স্বজনের দুর্নীতির সঙ্গে একাত্মতা ঘোষণা করে নীরব থাকা, রাজনৈতিক শিষ্টাচার অনুসরণ না করে অসৌজন্যতা প্রদর্শন, বিদেশিদের প্রতি নির্ভরশীল হওয়া, কতিপয় দলীয় নেতার ওপর অতিমাত্রায় ভরসা করা ও সর্বশেষ ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনায় নীরব সমর্থন দেয়া।

জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক শীর্ষ নেতা জানান, অগণিত পাপ ও ভুলের মাশুল দিচ্ছেন খালেদা জিয়া। আর তিনি যেসব ভুল করেছেন, সেগুলো আসলে ভুল বলা যায় না- বলতে হবে স্বেচ্ছাচারিতা। আর এ কারণেই জীবনের পড়ন্ত বিকেলে করুণ পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে তাকে।