পথচারীর মাঝে মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে পাকুন্দিয়ায়

নিউজ ডেস্ক

সময় একাত্তর

প্রকাশিত : ০২:৪২ পিএম, ১২ এপ্রিল ২০২১ সোমবার

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ৩০০ জন সাধারণ পথচারীর মাঝে মাস্ক, সাবান ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। করোনা মহামারির দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনসাধারণকে সচেতন ও স্বাস্থ্যবিধি মেনে চলার লক্ষ্যে এ কর্মসূচী পালন করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ বিশিষ্ট ঠিকাদার মো. বোরহান উদ্দিন এর উদ্যোগে এসব সাবান, মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়েছে।

সোমবার (১২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের বঙ্গবন্ধু ম্যুারালের সামনে এ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) একেএম লুৎফর রহমান।

এসময় আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিনসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

পরে উপজেলা পরিষদ গেটের সামনে কিশোরগঞ্জ-ঢাকা সড়কের পথচারীসহ পৌরসদর বাজারে ঘুরে ঘুরে এসব মাস্ক, সাবান ও লিফলেট বিতরণ করেন বোরহান উদ্দিন।

বোরহান উদ্দিন বলেন, ‘করোনা মহামারির শুরু থেকে আমি সাধারণ মানুষের পাশে রয়েছি। মাস্ক, সাবান, হ্যান্ডগ্লাভস, গুরুত্বপূর্ণ পয়েন্টে হাত ধোয়ার বেসিন স্থাপন ও ত্রাণ বিতরণসহ সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে আসছি।

বর্তমানে করোনার দ্বিতীয় ঢেউ চলছে। আমি আমার সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি। সমাজের অন্যান্যদেরও অসহায় মানুষের পাশে থাকার জন্য অনুরোধ করছি।’