এবার দরিদ্র কৃষকের ধান কেটে দিল পিরোজপুর স্বেচ্ছাসেবকলীগ

নিউজ ডেস্ক

সময় একাত্তর

প্রকাশিত : ১১:০০ এএম, ২৬ এপ্রিল ২০২১ সোমবার

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

এবার দরিদ্র এক কৃষকের এক বিঘা জমির পাকা ধান কেটে দিলো আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ পিরোজপুর জেলা শাখার ২৫ নেতাকর্মী। করোনার কারণে চলতি বোরো মৌসুমে শ্রমিক সংকট দেখা দেয়।

এ অবস্থায় হতদরিদ্র ও বর্গা চাষিদের ধান কেটে দেয়ার উদ্যোগ নেয় স্বেচ্ছাসেবকলীগ। রোববার সকালে সদর উপজেলার রায়েরকাঠি এলাকার কৃষক রতন ঢালীর এক বিঘা জমির পাকা ধান কেটে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

স্বেচ্ছাসেবকলীগের পিরোজপুর জেলা কমিটির আহ্বায়ক শফিউল হক মিঠু জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কৃষকদের পাশে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কর্মীরা এ কাজ করবে। শ্রমিক সংকটের কারণে কৃষকেরা ধানকাটা নিয়ে যখন চিন্তিত ঠিক তখনই পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগ এগিয়ে এসেছে। আমরা গত বছরেও ধান কেটে কৃষকের পাশে ছিলাম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শিকদার, পৌর স্বেচ্ছাসেবকলীগ নেতা হাসান মামুন প্রমুখ।