জয়পুরহাটে দরিদ্রদের মাঝে প্রতিদিন ইফতার বিতরণ করছেন এমপি দুদু

নিউজ ডেস্ক

সময় একাত্তর

প্রকাশিত : ১০:৫০ এএম, ৯ মে ২০২১ রোববার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রমজানে করোনায় কর্মহীন হয়ে পড়া হত দরিদ্রদের মাঝে প্রতিদিন ইফতার বিতরণ করছেন জয়পুরহাট-১ আসনের এমপি সামছুল আলম দুদু।

রমজান শুরু থেকে প্রতিদিন আড়াই হাজার মানুষ তার দেয়া ইফতার গ্রহণ করছেন। স্বেচ্ছাসেবকরা সেই ইফতারগুলো পৌঁছে দিচ্ছেন বিভিন্ন গ্রামে ও পাড়া মহল্লায়। জনপ্রতিনিধি হওয়ার আগে গত ৩৮ বছর ধরে তিনি এই মানবিক সেবা করে যাচ্ছেন।
 
এমপি সামছুল আলম দুদু তার পাঁচবিবি উপজেলা সদরের বাড়িতেই প্রতিবছর রমজান মাসের শুরু থেকে দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে ইফতার বিতরণ করে আসছেন। এজন্য তার বাড়িতেই চলে ইফতারের জন্য রান্নার কাজ। প্রতিদিন সকাল হলেই বাবুর্চির দল রান্না করেন, বুন্দিয়া, চপ, বেগুনি, ছোলা ও পোলাও। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিদিন ইফতার সামগ্রী তৈরিতে ব্যস্ত সময় পার করছেন বাবুর্চীসহ ৫-৭ জন বেকার শ্রমিক। 

রান্নার পর সেগুলো প্যাকেটজাত করার জন্য ব্যস্ত হয়ে পড়েন স্বেচ্ছাসেবকরা। ৩০ থেকে ৩৫ জন স্বেচ্ছোসেবক প্রতিদিন ইফতারগুলি প্যাকেটে ভরে ভ্যান যোগে নিয়ে যান বিভিন্ন গ্রামে, পাড়া ও মহল্লায়। ইফতারের পূর্ব মুহূর্তে বাড়ি বাড়ি গিয়ে তারা বিতরণ করেন। 

স্বেচ্ছাসেবক জুয়েলসহ অন্যান্যরা জানান, তারা প্রতি দিন ২ থেকে আড়াই হাজার ইফতারি প্যাকেট তৈরি করে বিভিন্ন এলাকার প্রতিটি গ্রামে গ্রামে গিয়ে হত দরিদ্র মানুষদের বাড়ি বাড়ি সেগুলো বিতরণ করছেন। যারা ইফতারি কিনে খেতে পারেন না, তাদের জন্য ইফতারি বিতরণ কাজে নিজেদের সম্পৃক্ত রাখতে পেরে তাদের বেশ ভালো লাগছে বলেও জানান এই স্বেচ্ছাসেবকরা। 

এদিকে করোনা মহামারিতে কর্মহীন হয়ে মানবেতর জীবন-যাপন করা অসহায় দরিদ্র রোজাদাররা জানান আবেগ আপ্লুত অভিব্যক্তি। 

পাঁচবিবি উপজেলার কেশবপুর গ্রামের আব্দুল হাকিম জানান, করোনায় মানুষ প্রায় কর্মহীন। ইফতার সামগ্রীর দামও উর্দ্ধগতি। এ অবস্থয় এমপি   রোজাদারদের যে সহায়তা দিয়ে যাচ্ছেন, তা এর আগে কেউ করেননি। 

পূর্ব বালিঘাটা গ্রামের আব্দুর রশিদ, জয়পুরহাট জেলা শহরের মুসলিম নগর এলাকার আসমা খাতুন, হারাইল এলাকার সামছুদ্দিন, নতুনহাট এলাকার মোখলেছাররহমানসহ এলাবাসী জানান, প্রতি বছরের মতো এবারেও সংসদ সদস্য সামছুল আলম দুদু ইফতারী বিতরন করছেন। এত ব্যাপকভাবে ইফতার দান করার কথা এর আগে কখনো তারা দেখেননি বা শোনেননি বলেও জানান। 

সামছুল আলম দুদু বলেন, এমপি হওয়ার অনেক আগে থেকে ৩৮ বছর ধরে নিজের ভালো লাগা ও সামর্থ্য অনুযায়ী এলাকার সাধারণ মানুষের জন্য ইফতারের আয়োজন করে আসছি। যে কোনো বিপদে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পেরেছি, এটাই তো বড় কথা।