দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ২৬, শনাক্ত ৮৪৮

স্বাস্থ্য ডেস্ক

সময় একাত্তর

প্রকাশিত : ০৪:২৯ পিএম, ১৪ মে ২০২১ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ হাজার ১০২ জনে।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়া ২৪ ঘণ্টায় ৭ হাজার ৮৩৫ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে আরো ৮৪৮ জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৭ লাখ ৭৯ হাজার ৫৩৫ জনে।

এর আগে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩১ জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে তখন পর্যন্ত দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২ হাজার ৭৬ জনে।

এছাড়া ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছিল আরো ১ হাজার ২৯০ জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়ায় ৭ লাখ ৭৮ হাজার ৬৭৮ জনে।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।