পঞ্চগড়ে দূরপাল্লার কর্মহীন পরিবহণ শ্রমিকদের খাদ্য সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক

সময় একাত্তর

প্রকাশিত : ০৩:৪২ পিএম, ২৩ মে ২০২১ রোববার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে করোনাকালীন সময়ে করোনার লকডাউনে পড়ে থাকা দূরপাল্লার কর্মহীন অসহায় পরিবহণ শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 

শনিবার (২২ মে) দুপুরে জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদ চত্বরে স্বাস্থ্যবিধি মেনে শতাধিক শ্রমিকদের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। 

এসব খাদ্য সামগ্রীতে রয়েছে ৭ কেজি চাল, দুই কেজি আলু ,এক কেজি সোয়াবিন তেল ও দুইটি সাবান। এছারাও করোনায় লকডাউনের আওতায় কর্মহীন হয়ে পড়ে থাকা সকল শ্রমিক সংগঠন ও দরিদ্রদের মাঝে ক্রমান্ন্য়ে আরও দুই হাজার ব্যাক্তিকে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে জানায় জেলা পরিষদ কতৃপক্ষ।  

এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের  চেয়াম্যান আনোয়ার সাদাত সম্রাট, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল আলীম খান ওয়ারেশী, সদস্য আক্তারুন নাহার শাকি, জেলা বাস-সিনিবাস পরিবহন শ্রমিকের সভাপতি বদিউজ্জামান বদি, সাধারন সম্পাদক আব্বাস আলী।