শিক্ষক নিয়োগে জটিলতা নিরসনে যৌথ বৈঠকে বসছে মন্ত্রণালয়

নিউজ ডেস্ক

সময় একাত্তর

প্রকাশিত : ১২:০৯ পিএম, ৩০ মে ২০২১ রোববার

ফাইল ছবি

ফাইল ছবি

চলমান বিভিন্ন মামলার বিষয়ে করণীয় এবং মামলার ডাটাবেজের তথ্য হালনাগাদ সংক্রান্ত বিষয়ে বৈঠকে বসছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। রোববার (৩০ মে) সকাল সাড়ে ১০টায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন।

শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. আব্দুল জলিল মজুমদার স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

এতে সংশ্লিষ্ট সকলকে মামলার হালনাগাদ তথ্যসহ যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

বৈঠকে উপস্থিত থাকতে যাদের বলা হয়েছে তাদের মধ্যে রয়েছেন- বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) চেয়ারম্যান, বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের চেয়ারম্যান, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি নায়েমের মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান।