আগামী ৬ জুন শুরু হবে ৪২তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষা

নিউজ ডেস্ক

সময় একাত্তর

প্রকাশিত : ১২:২০ পিএম, ১ জুন ২০২১ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

দুই হাজার সহকারী সার্জন নিয়োগের ৪২তম (বিশেষ) বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা (ভাইভা) আগামী ৬ জুন থেকে শুরু হবে। পরীক্ষা চলবে আগামী ১৩ জুলাই পর্যন্ত।

সোমবার (৩১ মে) বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৯ মার্চ ৪২তম (বিশেষ) বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ২০০ নম্বরের পরীক্ষায় উত্তীর্ণ হন ৬ হাজার ২২ জন। আবেদন জমা পড়ে ৩১ হাজারের বেশি। মৌখিক পরীক্ষা হবে ১০০ নম্বরের।

২০২০ সালের ৩০ নভেম্বর ৪২তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। একই দিন ৪৩তম সাধারণ বিসিএসেরও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।