আগামী ১৩ জুন থেকে সীমিত পরিসরে খোলা থাকবে রাবির অফিস

নিউজ ডেস্ক

সময় একাত্তর

প্রকাশিত : ১২:৩৮ পিএম, ৯ জুন ২০২১ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্থগিত পরীক্ষা গ্রহণের প্রস্তুতি এবং অফিসিয়াল কাজের জন্য আগামী ১৩ জুন থেকে সীমিত পরিসরে খোলা থাকবে অফিস।

মঙ্গলবার (৮ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বে নিযুক্ত ভিসি অধ্যাপক আনন্দ কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক ড. আজিজুর রহমান প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আসন্ন পরীক্ষাসমূহ গ্রহণের প্রস্তুতি এবং ২০২০-২০২১ অর্থবছরের শেষ মাসের অপরিহার্য কার্য সম্পাদনের সুবিধার্থে আগামী ১৩ জুন (রোববার) থেকে খোলা থাকবে অফিসসমূহ।

সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অফিসসমূহ খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সময় অফিস প্রধানগণ তাদের প্রয়োজনীয় জনবলের সংখ্যা নির্ধারণ করে ডিউটি রোস্টার তৈরি করবেন এবং সে অনুযায়ী প্রয়োজনীয় কার্য পরিচালনা করবেন।

এর আগে গতকাল সোমবার সরকারি নির্দেশ অনুযায়ী করোনাভাইরাসের বিস্তার রোধকল্পে আগামী ১৬ জুন পর্যন্ত অফিসসমূহ বন্ধের নির্দেশ দিয়েছিলো বিশ্ববিদ্যালয় প্রশাসন।