মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে ভালুকায়

নিউজ ডেস্ক

সময় একাত্তর

প্রকাশিত : ১১:১৫ এএম, ১২ জুন ২০২১ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মহান মুক্তি যুদ্ধের স্মৃতি বিজড়িত ময়মনসিংহের ভালুকা উপজেলার ৯ নং কাচিনা ইউনিয়নের বাটাজোর সোনার বাংলা ডিগ্রী কলেজ প্রাঙ্গণে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে ।

স্থানীয় সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। জানা যায় প্রায় ৬১ টি লক্ষ টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন এ স্মৃতি জাদুঘরটি নির্মাণ করা হবে।

পরে এ উপলক্ষে শহীদ কুতুবউদ্দিন হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সোনার বাংলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসমত উল্লাহ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্থানীয় সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু,উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন,কাচিনা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক ননী,ইউপি চেয়ারম্যান মুশফিকুর রহমান লিটন সহ আরো অনেকে।