ঈদ পেরোলেও হয়নি বিএনপির সেই আন্দোলন

নিউজ ডেস্ক

সময় একাত্তর

প্রকাশিত : ০১:৪৮ পিএম, ১৩ জুন ২০২১ রোববার

ফাইল ছবি

ফাইল ছবি

‘ঈদের পরে আন্দোলন’ শব্দটাই যেন কাল হলো বিএনপির। ঈদের পর ঈদ পেরোলেও হয়নি সেই আন্দোলন। চালু হয়নি সাংগঠনিক কার্যক্রমের চাকাও। অথচ বারবার মিডিয়ার সামনে দলটির পক্ষ থেকে বলা হয়েছে আন্দোলনের কথা। করা হয়েছে হম্বিতম্বি।

সম্প্রতি আবারো তারা বলছে, স্বাস্থ্যবিধি মেনে চলতি মাসেই শুরু হবে সব দলীয় কার্যক্রম। প্রত্যুত্তরে রাজনৈতিক পর্যবেক্ষকদের ভাষ্য, আদৌ কি ঘুরে দাঁড়াতে পারবে বিএনপি? তাদের কি সেই সক্ষমতা রয়েছে? নাকি ফাঁকা আওয়াজ দিয়ে আবারো তারা গা ঢাকা দেবে?

নির্ভরযোগ্য সূত্রের তথ্যমতে, করোনা পরিস্থিতির শুরু থেকেই জননিরাপত্তায় কাজ করে আসছে আওয়ামী লীগ নেতৃবৃন্দ। অথচ মানুষের পাশে থাকা তো দূরের কথা, উল্টো সাংগঠনিক কার্যক্রম গুটিয়ে নিয়েছে বিএনপি।

গত ১ এপ্রিল অনির্দিষ্টকালের জন্য সাংগঠনিক কার্যক্রম স্থগিতাদেশ দেয় বিএনপি। এখন আবার স্বাস্থ্যবিধি মেনে পুনরায় সব কিছু শুরুর পরিকল্পনা করছে দলটি, এ মর্মে গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়েছে।

সাংগঠনিক কার্যক্রম চালুর বিষয়ে জানতে চাইলে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সাংগঠনিক কার্যক্রম চালুর ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে লকডাউন উঠলে আমরা সিদ্ধান্ত নেব।

একই কথা বললেন বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনও। তিনি বলেন, সাংগঠনিক কার্যক্রম চালুর বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আমাদের নেতারা ভাবছেন।

এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, সভা-সমাবেশে বিএনপি নেতারা কেবল ফাঁকা আওয়াজ ছোঁড়েন। বলেন এটা করবেন, সেটা করবেন। কিন্তু বাস্তবে তার সিকিভাগেরও প্রতিফলন ঘটে না। দেশের মানুষ এরই মধ্যে তার প্রমাণ পেয়েছে। তারপরও তারা যাতে সাংগঠনিক কার্যক্রম শুরুর নামে দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করতে না পারে, নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করতে না পারে, সে ব্যাপারে সরকারের পাশাপাশি আমাদের সবাইকে সদা সতর্ক থাকতে হবে।