বিএনপিতে গ্রুপিং প্রবল, বললেন ফখরুল

নিউজ ডেস্ক

সময় একাত্তর

প্রকাশিত : ১২:২০ পিএম, ১৪ জুন ২০২১ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিতে বিভেদ ও গ্রুপিং আছে। বিএনপিতে গ্রুপিং প্রবল। অতি দ্রুত দলের মধ্যকার এ বিভেদ ও গ্রুপিং দূর করতে হবে। সম্প্রতি গাজীপুরের টঙ্গীতে এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই, আসুন অতি দ্রুত আমরা নিজেদেরকে পুরোপুরি সংগঠিত করে ফেলি। নিজেদের ভুল বুঝাবুঝি, বিভেদগুলো দূর করি।

তিনি বলেন, খালেদা জিয়াকে মুক্ত করা ছাড়া এখানে গণতান্ত্রিক আন্দোলন হবে না। তার মুক্তির আন্দোলনের মাধ্যমেই আমরা গণতন্ত্রের মুক্তির আন্দোলন চালিয়ে যাবো। সেই লক্ষ্যে আমাদের অতি দ্রুত দলীয় বিভেদ ও গ্রুপিং দূর করতে হবে।

মির্জা ফখরুল বর্তমান অবস্থাকে সংকটময় অভিহিত করে বলেন, এ অবস্থার পরিবর্তন আমাদের করতে হবে। অন্য কেউ এসে আমাদের করে দিয়ে যাবে না। আমাদেরকেই দায়িত্ব নিতে হবে।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমারা নেতার সংখ্যা বৃদ্ধি করতে পেরেছি। কিন্তু আমরা কর্মীর সংখ্যা সেই হারে বৃদ্ধি করতে পারি নাই। সেজন্য আজকে সবাইকে কর্মীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে।