লালপুরে প্রধানমন্ত্রীর উপহার রঙিন ঘর গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর
নিউজ ডেস্ক
সময় একাত্তর
প্রকাশিত : ০২:১৬ পিএম, ২১ জুন ২০২১ সোমবার

ছবি: সংগৃহীত
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার ২য় দফায় আশ্রয়ন প্রকল্পের রঙিন সেমিপাকা ঘর ও ২ শতাংশ জমির দলিল পেল নাটোরের লালপুরের ৫০ ভূমিহীন ও গৃহহীন পরিবার ।
রবিবার সকালে উপজেলা পরিষদের সন্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাটোর-১ লালপুর- বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল ভূমিহীন ও গৃহহীন পরিবারের সদস্যদের নিকট ঘরের চাবি ও ২ শতাংশ করে জমির দলিল হস্তান্তর করে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল ইসলাম, লালপুর উপজেলা নির্বাহী অফিসার দায়িত্বপ্রাপ্ত ও সহকারী কমিশনার ভূমি শাম্মী আক্তার, গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্তজা লিলি, উপজেলা এলজিইডি প্রকৌশলী জুলফিকার আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এস্কেন্দার মির্জা, যুগ্ম সম্পাদক, আ.স.ম মাহামুদুল হক মুকুল, আলাউদ্দিন আলাল, সাংগঠনিক সম্পাদক খাইরুল বাশার ভাদু, ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামীলীগের একাংশের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়, সম্পাদক সোহেল রানা কনক , লালপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা, আড়বাাব ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মোল্লা, ওয়ালিয়়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নূরে আলম সিদ্দিকী প্রমুখ ।