ন্যাচারাল গ্লো সিরাম: নিজেই তৈরি করুন

লাইফস্টাইল ডেস্ক

সময় একাত্তর

প্রকাশিত : ০২:০৯ পিএম, ২৩ জুন ২০২১ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আধুনিক রূপচর্চায় গ্লো সিরাম বেশ জনপ্রিয়তা পাচ্ছে। ত্বকের দাগ ও নিস্তেজভাব দূর করতে গ্লো সিরাম দারুণ কার্যকরী। এছাড়াও ত্বক উজ্জ্বল করতে গ্লো সিরাম খুব ভালো কাজ করে।

তবে ভালো মানের গ্লো সিরাম বেশ ব্যয়বহুল হয়ে থাকে। যার ফলে সবার পক্ষে গ্লো সিরাম কেনা সম্ভব হয় না। তবে যারা দামের কথা ভেবে সিরাম ব্যবহার করছেন না। তাদের জন্য সহজ উপায় হতে পারে নিজে তৈরি করে নেয়া। চলুন তবে জেনে নেয়া যাক ঘরে কীভাবে গ্লো সিরাম তৈরি করবেন-

যা যা লাগবে

লেবুর রস ১ টেবিল চাচম, গ্লিসারিন আধা চা চামচ, অলিভ অয়েল আধা চা চামচ, অ্যালোভেরা জেল দেড় চা চামচ, ভিটামিন ই ক্যাপসুল ১টি, গোলাপজল আধা চা চামচ।

তৈরি পদ্ধতি

সব উপকরণ একটি পাত্রে খুব ভালো করে চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নিন। মেশানোর পর মিশ্রণটি দেখতে সিরামের মতোই হবে। প্রতিদিন রাতে মুখ ভালো করে ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করে অল্প করে এই গ্লো সিরাম হাতে নিয়ে লাগান। সিরামটি এক সপ্তাহ পর্যন্ত ফ্রিজে রেখে ব্যবহার করুন। এরপর আবার তৈরি করে নিন। সব ধরনের ত্বকের জন্যই এই সিরাম ব্যবহার করতে পারেন।