আওয়ামী লীগের মূল উদ্দেশ্য জনকল্যাণমুখী রাজনীতি: আবদুস সোবহান গোলাপ

নিউজ ডেস্ক

সময় একাত্তর

প্রকাশিত : ০৪:১৭ পিএম, ২৭ জুন ২০২১ রোববার

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ বলেছেন, আওয়ামী লীগের মূল উদ্দেশ্য হচ্ছে জনগণ ও জনকল্যাণমুখী রাজনীতি। এজন্যই শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষ বিশ্বের কাছে মর্যাদাপূর্ণ জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ জুন) জাতীয় প্রেসক্লাবে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তাঁতী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. আবদুস সোবহান গোলাপ বলেন, ২৩ জুন আওয়ামী লীগ ও বাঙালি জাতির গৌরবের দিন। এ দিনে পূর্ব বাংলার মানুষের অধিকার নিশ্চিত করতে এ দল প্রতিষ্ঠিত হয়। স্বাধীন বাংলাদেশ ও আওয়ামী লীগের ইতিহাস একই সূত্রে গাঁথা। আওয়ামী লীগের ইতিহাস, বাংলা ও বাঙালি জাতির গৌরব অর্জনের ইতিহাস। আওয়ামী লীগের হাত ধরেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। ’৫২-এর ভাষা আন্দোলন, ’৬৬-এর ৬ দফা, ’৬৯-এর গণ-অভ্যুত্থান, ’৭০-এর নির্বাচন এবং ’৭১-এর মুক্তিযুদ্ধসহ স্বাধীনতা অর্জনের প্রতিটা আন্দোলন-সংগ্রাম গৌরব অর্জনে দলের নেতৃত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু। এজন্য বঙ্গবন্ধু, মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশের ইতিহাস এক ও অভিন্ন।

আওয়ামী লীগের এ নেতা বলেন, বঙ্গবন্ধু এদেশের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করতে নিজের জীবনবাজি রেখে স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন। সেই আওয়ামী লীগকে চিরতরে নিঃশেষ করে দিতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। এরপরই ষড়যন্ত্রকারীরা ক্ষমতা দখল করে লুটপাট আর নৈরাজ্যে মগ্ন হয়ে পড়ে। দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে বঙ্গবন্ধুর মতোই জীবনের ঝুঁকি নিয়ে শেখ হাসিনা ২০০৮ সালে সরকার গঠন করেন। এরপরে টানা তৃতীয়বার সরকার গঠন করে শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে মর্যাদাপূর্ণ জাতি হিসেবে প্রতিষ্ঠা করেছেন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।

তিনি আরো বলেন, মহামারি করোনার মধ্যেও শেখ হাসিনা জীবন-জীবিকার সমন্বয় করে সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করে যাচ্ছেন। শেখ হাসিনা দেশের ৫০ লাখ মানুষকে নগদ অর্থ প্রদান করেছেন। দেশের বিভিন্ন স্তরের মানুষকে বিভিন্ন ভাতার আওতায় আনা হয়েছে। যারা গৃহহীন তাদের গৃহনির্মাণ করে দেওয়া হয়েছে। চলতি বছরে আরো এক লাখ মানুষকে ভূমিসহ ঘর দেওয়া হবে।

আওয়ামী তাঁতী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. শওকত আলীর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।