কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে নকলায়

নিউজ ডেস্ক

সময় একাত্তর

প্রকাশিত : ০৩:১৯ পিএম, ২৯ জুন ২০২১ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

‘কৃষিই সমৃদ্ধি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় ২০২০-২১ অর্থ বছরে ২০২১-২০২২/খরিপ-২ মৌসুমে রোপা আমন ধান উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সার সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে ওই সহায়তা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত এক সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দীন, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ প্রমুখ বক্তব্য রাখেন।

ওইসময় উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক খলিলুর রহমান, উপজেলা কৃষকলীগের আহবায়ক আলমগীর আজাদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদুল হাসান মুসা, উপসহকারি কৃষি কর্মকর্তা মশিউর রহমান, আব্দুর রাজ্জাক, আলতাব হোসেন ও সুবিধাভোগী কৃষকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নে মোট ২১৬ জন কৃষককে মাথাপিছু ৫ কেজি ব্রিধান – ৪৯ উফশী জাতের ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার দেওয়া হয়।