নারী ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান হয়েছে শেরপুরে

নিউজ ডেস্ক

সময় একাত্তর

প্রকাশিত : ০৩:৩৮ পিএম, ২৯ জুন ২০২১ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শেরপুরে গ্রামের সুবিধাবঞ্চিত গর্ভবতী নারী ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও মাস্ক বিতরণ করেছেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. শারমিন রহমান অমি। ২৮ জুন সোমবার দুপুরে সদর উপজেলার প্রত্যন্ত পল্লী ধলা ইউনিয়নের চান্দেরনগর গ্রামে ওই চিকিৎসা সেবা দেওয়া হয়।

সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় আয়োজিত ওই চিকিৎসা প্রদান কার্যক্রমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার আমবাজ আলী, ধলা পরিবার পরিকল্পনা পরিদর্শক সাজ্জাদুর রহমান, কামারিয়া পরিবার পরিকল্পনা পরিদর্শক শফিকুল ইসলাম, পরিবার কল্যাণ পরিদর্শক আঞ্জুমান আরা বেগম, পরিবার কল্যাণ সহকারী আফরিন সুলতানা প্রমুখ।

ডা. শারমিন রহমান অমি জানান, এই করোনা মহামারিকালে প্রত্যন্ত পল্লীর বাসিন্দারা যাতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয় সেজন্যই তাদের কাছে গিয়ে সেবা প্রদান করা হচ্ছে। বিশেষ করে গর্ভবতী মা ও শিশুদের সেবা দেওয়া হচ্ছে। তিনি করোনা প্রতিরোধে সবাইকে মাস্ক পরার আহবান জানান।