টিকটক ভিডিওর দৈর্ঘ্য বাড়িয়ে করা হয়েছে তিন মিনিট

তথ্যপ্রযুক্তি ডেস্ক

সময় একাত্তর

প্রকাশিত : ১২:১৬ পিএম, ৬ জুলাই ২০২১ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ছোট ছোট ভিডিও প্রকাশ করে অনেকে এখন টিকটিক অ্যাপে রীতিমতো তারকা হয়ে উঠেছেন। মিলিয়ন মিলিয়ন ভক্ত তাদের। চলচ্চিত্র, টিভি, সংগীতের অনেক তারকাও আছেন টিকটকে। তাদের জন্য এবার সুখবর দিলো প্রতিষ্ঠানটি। টিকটক ভিডিওর দৈর্ঘ্য বাড়িয়ে তিন মিনিট করা হয়েছে।

ভালোভাবে গল্প বলার সুযোগ দিতে এক মিনিট থেকে বাড়িয়ে ভিডিওর দৈর্ঘ্য তিন মিনিট করছে টিকটক। এক ব্লগ পোস্টে টিকটকের প্রডাক্ট ম্যানেজার ড্রিউ ক্রিচহফ জানিয়েছেন, এই পরিবর্তনের ফলে ব্যবহারকারীরা আরো ভালোভাবে নিজেদের গল্প বলার সুযোগ পাবে।

চীনা অ্যাপ নির্মাতা বাইটড্যান্সের জনপ্রিয় অ্যাপ টিকটক। বিভিন্ন গান, বিখ্যাত সিনেমার সংলাপসহ নানা রকম মজাদার অডিওর সঙ্গে ঠোঁট মিলিয়ে ছোট ভিডিও তৈরি করে আপলোড করা যায় টিকটক অ্যাপে।

২০১৭ সালে চালু হওয়ার পর থেকে ব্যবহারকারীদের ভিডিও ৬০ সেকেন্ডে সীমাবদ্ধ করে দিয়েছিল টিকটক। মূলত ব্যবহারকারীদের দাবির মুখেই এ পরিবর্তন আনল জনপ্রিয় এই ভিডিও প্ল্যাটফর্ম।