ফেসবুকের বাজারমূল্য এক ট্রিলিয়ন মার্কিন ডলার

তথ্যপ্রযুক্তি ডেস্ক

সময় একাত্তর

প্রকাশিত : ১১:২৮ এএম, ১৬ জুলাই ২০২১ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

এক ট্রিলিয়ন বলতে অনেক সহজ। কিন্তু এই অংকটা কত বড় জানেন? ১০০ কোটি সমান এক বিলিয়ন। আর এক হাজার বিলিয়নে এক ট্রিলিয়ন। মানে দাঁড়াচ্ছে এক লাখ কোটি। বিশ্বখ্যাত সোশ্য‌াল মিডিয়া জায়ান্ট ফেসবুকের বাজারমূল্য এখন এক ট্রিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে।

গত ১০ বছরে ১০ গুণ বেড়েছে প্রতিষ্ঠানটির ভ্যালুয়েশন। বর্তমানে আর্থিক দিক দিয়ে বিশ্বের বৃহত্তম পাঁচটি সংস্থার মধ্যে ফেসবুক অন্যতম।

২০১৮ সালে প্রথম অ্যাপল, এরপর মাইক্রোসফট, আমাজন ও অ্যালফাবেট পঞ্চম মার্কিন প্রতিষ্ঠান হিসেবে মাইলফলকটি স্পর্শ করল ফেসবুক।

মার্কিন ফেয়ার ট্রেড সংক্রান্ত অভিযোগের বিচারে গঠিত কমিটি ফেসবুককে ক্লিনচিট দেয়। এরপরেই হু হু করে বেড়ে যায় ফেসবুকের স্টক। ফেসবুকের বিরুদ্ধে মনোপলি হওয়ার যথেষ্ট প্রমাণ নেই বলে জানায় এফটিসি।

জানা গেছে, অনলাইন অ্যাডভার্টাইজিং, বিভিন্ন অন্যান্য প্ল্যাটফর্মে সঠিক সময়ে বিনিয়োগ ইত্যাদির ফলে হু হু করে বেড়েছে ফেসবুকের মুনাফা।

বাজার বিশ্লেষকেরা বলছেন, ফেসবুকের ভবিষ্যৎ উজ্জ্বল। প্রতিষ্ঠানটির কেনা ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ থেকে  অর্থ আয় করা শুরু করেছে কিছুদিন আগে। এছাড়াও ফেসবুকে ভিডিও বিজ্ঞাপন থেকেও আয়ের সুযোগ রয়েছে।