ফোনের স‌ংযোগ ছাড়াই কম্পিউটার ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ

তথ্যপ্রযুক্তি ডেস্ক

সময় একাত্তর

প্রকাশিত : ১১:২৭ এএম, ১৮ জুলাই ২০২১ রোববার | আপডেট: ১১:৫৪ এএম, ১৮ জুলাই ২০২১ রোববার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ নতুন চমকের কথা জানিয়েছে। ফোনের স‌ংযোগ ছাড়াই কম্পিউটার বা ট্যাবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে।

সম্প্রতি এই ফিচারের পরীক্ষা চালিয়েছে হোয়াটসঅ্যাপ। তারা সফলও হয়েছে। তবে শুরুতে অবশ্য হ্যান্ডসেটে থাকা হোয়াটসঅ্যাপের সঙ্গে কম্পিউটারের সংযোগ করে নিতে হবে। একবার সংযোগ হয়ে গেলে ফোনের সঙ্গে না থাকলেও চলবে।

কম্পিউটারে হোয়াটসঅ্য‌াপ ব্যবহার করতে চাইলে web.whatsapp.com ঠিকানার ওয়েবসাইটে গেলেই হবে। কিন্তু সেখানে সমস্যা হলো- যখন ব্যবহারকারীরা কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে যেতো, তখন হ্যান্ডসেটেও তার হোয়াটসঅ্যাপ সক্রিয় বা ইন্টারনেটে কানেক্টেড থাকতে হতো।

হ্যান্ডসেটে ইন্টারনেট সংযোগ না থাকলে বা চার্জের কারণে বন্ধ থাকলে তখন কম্পিউটার থেকে হোয়াটসঅ্যাপ ওয়েবে প্রবেশ করতে সমস্যা হতো। নতুন ফিচারটিতে এই সমস্যা দূর করা হয়েছে।

নতুন এই ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা কম্পিউটার, ট্যাবলেটসহ মোট চারটি ডিভাইসে একসঙ্গে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন।হোয়াটসঅ্যাপের নতুন এই ফিচারটি পরীক্ষামূলক পর্যায়ে অল্প কিছু গ্রাহক ব্যবহার করতে পারবেন। পরবর্তীতে পর্যায়ক্রমে সব ব্যবহারকারীদের জন্য ফিচারটি উন্মুক্ত করে দেয়া হবে।