ডাটা বাঁচাতে হোয়াটসঅ্যাপ সেটিংসে যে পরিবর্তন আনতে হবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক

সময় একাত্তর

প্রকাশিত : ১১:১৫ এএম, ৯ আগস্ট ২০২১ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনেকের দৈনন্দিন আলাপ হয় সবচেয়ে বেশি। এতে অন্যের পাঠানো ছবি ও ভিডিও নিজে থেকেই ফোনের স্টোরেজে সেভ হয়। এ কারণে ফোনের স্টোরেজ নিয়ে পড়তে হয় বিপাকে।

ছবি-ভিডিও অটো ডাউনলোড বন্ধ করে ফোনের স্টোরেজ বাঁচচানো সম্ভব। শুধু তাই নয়, এই ফিচারে বাঁচবে আপনার ফোনের ডাটাও। আপনার হোয়াটসঅ্যাপ সেটিংসে কী কী পরিবর্তন আনতে হবে-

অটো ডাউনলোড বন্ধ করবেন যেভাবে

* হোয়াটসঅ্যাপ ওপেন করে ডান দিকে উপরে থ্রি ডট মেনুতে ট্যাপ করে ‘Settings’-এ যান।
* এবার ‘Storage and data’ সিলেক্ট করে ‘Media Auto Download’ বিভাগে যান।
* এখানে ‘Using Mobile Data’ বিভাগে ‘Photos, Audio, Videos, Documents’ আনচেক করে দিন।

সব চ্যাটে মিডিয়া ভিজ়িবিলিটি বন্ধ করবেন কীভাবে?

* হোয়াটসঅ্যাপ ওপেন করে ‘Settings’ সিলেক্ট করুন।
* এখানে ‘Chats’ অপশনটি বেছে নিন।
* এর মধ্যে ‘Media Visibility’ অপশন বন্ধ করে দিন।