সেনাবাহিনীর কমান্ডোরা পেলো শান্তিরক্ষা মিশনে জাতিসংঘ শান্তিরক্ষা পদক

নিউজ ডেস্ক

সময় একাত্তর

প্রকাশিত : ০৯:১৯ এএম, ২৩ আগস্ট ২০২১ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শান্তিরক্ষা মিশনে বিশেষ অবদানের কারণে “জাতিসংঘ শান্তিরক্ষা পদক” পেলেন সেনাবাহিনীর কমান্ডোরা। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর কমান্ডো ইউনিট BANSF-5 এর সদস্যরা সম্মানসূচক এই পদক লাভ করেন। ডেপুটি হেড অব মিনুস্কা এক মেডেল প্যারেড অনুষ্ঠানে উপস্থিত থেকে মেডেল পরিয়ে দেন বাংলাদেশী স্পেশাল ফোর্স সদস্যদের।

সেন্ট্রাল আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশী স্পেশাল ফোর্স সদস্যদরা প্রচলিত অপারেশনের বাইরে ঝুকিপূর্ণ অপারেশন গুলো পরিচালনা করে থাকে। যার মধ্যে রয়েছে রিকন,লং রেন্জ পেট্রোল, ইন্টেলিজেন্সি গ্যাদারিং, স্পেশাল কর্ডন-সার্চ-এক্সট্র্যাকশন, রেসকিউ, এবং সুনির্দিষ্ট টার্গেট আটক করা। চলতি বছরে BANSF-5 বিভিন্ন অপারেশনের সবচেয়ে ঝুকিপূর্ণ অপারেশন পরিচালনা করে গত ৯ই জানুয়ারী। এছাড়া গতবছরের ২৭ ডিসেম্বর বাঙ্গুই থেকে ৩৭৫ কিঃমি দূরে সন্ত্রাসী গোষ্টিগুলোর একটি কোয়ালিশন এট্যাক ঠেকিয়ে দেয় BANSF-5 এর সদস্যরা।