২৭ অক্টোবর ১৯৭৩: আরবদের সঙ্গে ভাতৃত্বের সম্পর্ক জোরদার করেন বঙ্গবন্ধু

নিউজ ডেস্ক

সময় একাত্তর

প্রকাশিত : ০৮:৫৪ এএম, ২৭ অক্টোবর ২০২১ বুধবার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

যুদ্ধরত আরবদের জন্য প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাঠানো বাংলাদেশের চা ও মেডিক্যাল টিম আরব দেশগুলোর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক আরও জোরদার হওয়ার পথে এক বিরাট প্রভাব সৃষ্টি করে। মধ্যপ্রাচ্যের লড়াইয়ে আরবদের প্রতি বঙ্গবন্ধুর বলিষ্ঠ সমর্থনের ফলে ভাতৃত্বের মনোভাব আরও জোরদার হয়েছে বলে মনে করছিলেন কূটনীতিকরা।

১৯৭৩ সালের সেপ্টেম্বরে আলজিয়ার্সে জোট-নিরপেক্ষ দেশের শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী আরবদের সম্ভাব্য সকল সমর্থন দেওয়ার ঘোষণা দেন। ন্যায্য দাবির প্রতি বাংলাদেশের দ্ব্যর্থহীন সমর্থন রাজনৈতিক ও কূটনৈতিক উভয় দিক থেকে আরব বিশ্বে গভীর ছাপ ফেলতে সমর্থ হয়। আরব-ইসরায়েল যুদ্ধের বাংলাদেশের আরবদের প্রতি দ্ব্যর্থহীন সমর্থনের খবর যেভাবে ফলাও করে আরব দেশের সংবাদপত্র ছাপা হয়েছে তাতে এটাই অনুমিত হয়।

কূটনৈতিক পর্যবেক্ষক মহলের মতে বাংলাদেশের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে পাকিস্তান যে প্রচার প্রচারণা শুরু করেছিল তা বাংলাদেশের নীতির ওপর আঘাত করে। বাংলাদেশের কূটনৈতিক নীতির ওপর পাকিস্তানের মিথ্যা প্রচারণায় আরবদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির সুযোগ থাকলেও সেটি সম্ভব হয়নি।