যুক্তরাজ্যে করোনা শনাক্তে সর্বোচ্চ রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

সময় একাত্তর

প্রকাশিত : ০৯:২৪ এএম, ৬ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে ফের দৈনিক করোনা শনাক্তে সর্বোচ্চ রেকর্ড হয়েছে। সরকারি হিসাবে দেশটিতে ২৪ ঘণ্টায় নতুন করে ২ লাখ ১৮ হাজার ৭২৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

করোনার অতি সংক্রামক ধরন অমিক্রনের কারণে গত ডিসেম্বরের শুরুর দিক থেকে যুক্তরাজ্যে নতুন করে সংক্রমণ বাড়তে থাকে। শুরুর দিকে লন্ডন ও অন্য শহুরে এলাকায় সংক্রমণ শনাক্ত হলেও দ্রুত তা দেশজুড়ে ছড়িয়ে পড়ে।

গত শীতে করোনার আলফা ধরনের কারণে যুক্তরাজ্যে দৈনিক সংক্রমণের সংখ্যা চূড়ায় উঠেছিল। সেই সংখ্যার তুলনায় এখন দেশটিতে তিন গুণ মানুষ করোনায় সংক্রমিত হচ্ছেন।

গতকাল প্রকাশিত সরকারি হিসাব অনুযায়ী, গত সাত দিনে যুক্তরাজ্যে ১২ লাখ ৬৯ হাজার ৮৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আগের সপ্তাহের তুলনায় এই সংখ্যা ৫১ শতাংশ বেশি।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, সরকারিভাবে যে হিসাব দেওয়া হয়েছে, প্রকৃত রোগীর সংখ্যা তার চেয়ে অনেক বেশি হবে। কারণ, বড়দিন ও খ্রিষ্টীয় নববর্ষকে কেন্দ্র করে সব জায়গার তথ্য পুরোপুরি সংগ্রহ করা যায়নি। তা ছাড়া সংক্রমিত ব্যক্তিদের অনেকে পরীক্ষা করাননি।

গতকাল সরকারিভাবে যে পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে, তাতে নর্দার্ন আয়ারল্যান্ডের চার দিনের ও ওয়েলসের দুই দিনের তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, শুধু ইংল্যান্ডেই ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৭২৫ জন। আগের ২৪ ঘণ্টায় সেখানে নতুন শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ৩৭ হাজার ৫৪১।

গতকালের পরিসংখ্যান অনুযায়ী, ইংল্যান্ডে এখন ১৫ হাজার ৪৪ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি আছেন। এক সপ্তাহ আগে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ৯ হাজার ৫৪৬ জন।

একই সময়ে স্কটল্যান্ডের হাসপাতালে করোনা রোগী ভর্তি হওয়ার সংখ্যা বাড়তে দেখা গেছে। স্কটল্যান্ডের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৫৯৯ থেকে বেড়ে ১ হাজার ১৪৭ হয়েছে।

তবে গতকাল প্রকাশিত প্রতিবেদনে ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ডের করোনার তথ্য উল্লেখ করা হয়নি।

অমিক্রনের সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বাড়ছে। তবে গত বছরের জানুয়ারির তুলনায় এখন দৈনিক ভর্তি হওয়া রোগীর সংখ্যা কম।

টিকা নেওয়া কিংবা পূর্ববর্তী সংক্রমণের কারণে করোনার বিরুদ্ধে অনেক মানুষের প্রতিরোধক্ষমতা অর্জিত হওয়ায় দৈনিক হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা কম বলে মনে করা হচ্ছে।

গণটিকা কর্মসূচির আগে গত শীতে যুক্তরাজ্যের হাসপাতালগুলোয় দৈনিক সাড়ে চার হাজারের বেশি করোনা রোগী ভর্তি হতে দেখা গেছে।