নাসিক নির্বাচনের ভোটগ্রহণ শুরু

নিউজ ডেস্ক

সময় একাত্তর

প্রকাশিত : ০৮:৫৬ এএম, ১৬ জানুয়ারি ২০২২ রোববার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের ভোট শুরু হয়েছে। আজ রোববার (১৬ জানুয়ারি) নাসিকের ২৭টি ওয়ার্ডের ১৯২টি কেন্দ্রে সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। সবগুলো কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ হয়েছে।

শীত আর কুয়াশা উপেক্ষা করেই সকালে ভোটাররা দলে দলে কেন্দ্রগুলোতে ভিড় করছেন। ভোটকে কেন্দ্র করে তাদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।

ভোটাররা বলছেন, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তারা তাদের সিটি মেয়রকে বেছে নেবেন। তারা আশা করছেন, ভোটগ্রহণের শুরু থেকে গণনা পর্যন্ত একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বিরাজমান থাকবে।

নারায়ণগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার কেন্দ্রে ভোট দিতে আসা ভোটার মোহাম্মদ শামসুর রহমান বলেন, ভোটকেন্দ্রে উৎসাহ-উদ্দীপনার পরিবেশ বিরাজ করছে। সকাল সকাল ভোট দিতে চলে এসেছি। আমি শুধু একা নই, আমার বাড়ির আশপাশের অনেকেই একসঙ্গে ভোট দিতে এসেছি।

কদম আলী নামে আরেক ভোটার বলেন, সকাল সকাল ভোট দিতে আসা ভালো। এ সময় ভিড় কিছুটা কম থাকে। ভোটের পরিবেশ দেখে মনে হচ্ছে পরিবেশ নিরাপদ রয়েছে।