করোনায় সুস্থ হওয়ার সূচকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় প্রথম

নিউজ ডেস্ক

সময় একাত্তর

প্রকাশিত : ১০:৫১ এএম, ৭ মে ২০২২ শনিবার

সংগৃহীত

সংগৃহীত

মহামারি করোনাভাইরাস থেকে সুস্থ হওয়ার সূচকে আট ধাপ এগিয়ে বিশ্বের ১২১টি দেশের মধ্যে পঞ্চম স্থান পেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে রয়েছে প্রথম স্থানে।

গত বৃহস্পতিবার প্রকাশিত নিকেই কোভিড-১৯ আরোগ্য সূচক থেকে এ তথ্য জানা গেছে। এ সূচকে বাংলাদেশ পেয়েছে ৮০ পয়েন্ট। গত মার্চের শেষে ৭২ পয়েন্ট পেয়ে এ অবস্থান ছিল ১৩তম।

সূচকে ৮৭ পয়েন্ট নিয়ে প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে কাতার এবং সংযুক্ত আরব আমিরাত। সূচকে ৭০ পয়েন্ট নিয়ে বিশ্বের অন্যান্য দেশের মধ্যে ২৩তম অবস্থানে রয়েছে পাকিস্তান ও ৬২ দশমিক ৫ পয়েন্ট পেয়ে হাইতির সঙ্গে যৌথভাবে ৭০তম অবস্থানে রয়েছে ভারত।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিভিন্ন দেশ ও অঞ্চলের ব্যবস্থাপনা, টিকা দেওয়ার হার এবং সামাজিক তৎপরতার ওপর ভিত্তি করে প্রতি মাসের শেষে এ সূচক প্রকাশ করে নিকেই।