তিন গুণ মুনাফা বেড়েছে বিএসসির

বাণিজ্য ডেস্ক

সময় একাত্তর

প্রকাশিত : ১০:৩২ এএম, ২৬ মে ২০২২ বৃহস্পতিবার

সংগৃহীত

সংগৃহীত

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেডের (বিএসসি) মুনাফা বেড়েছে প্রায় তিন গুণ। কোম্পানিটির জানুয়ারি থেকে ৩১ মার্চ ২০২২ সময়ের অর্থাৎ তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।

আজ বৃহস্পতিবার (২৬ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

১৯৭৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি ২০২১-২২ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) করেছে ৩ টাকা ৩১ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ১৭ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ২ টাকা ৮২ পয়সা ইপিএস বেড়েছে।

এর আগের অর্থাৎ দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা হয়েছিল (ইপিএস) ৩ টাকা ৯৪ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৮ পয়সা। অর্থাৎ ২ টাকা ৮৬ পয়সা ইপিএস বৃদ্ধি দেখানো হয়।

সব মিলিয়ে ২০২১-২২ অর্থবছরের তিন প্রান্তিক অর্থাৎ গত জুলাই থেকে-মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ টাকা ৫৯ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৮৩ পয়সা। অর্থাৎ ৮ দশমিক ৭৬ পয়সা ইপিএস বেড়েছে। প্রায় পাঁচ গুণ মুনাফা বেড়েছে।

জানতে চাইলে কোম্পানি সচিব আশরাফ হোসেন ঢাকা পোস্টকে বলেন, আন্তর্জাতিকভাবে শিপিং সেক্টরে জাহাজ ভাড়া অনেক বেড়ে যাওয়ায় দ্বিতীয় প্রান্তিকের মতোই তৃতীয় প্রান্তিকে নিট মুনাফা অনেকাংশে বেড়েছে। ফলে ২০২১-২২ অর্থবছরের তৃতীয় প্রান্তিকেও বিএসসির শেয়ারপ্রতি আয় গত অর্থবছরের তুলনায় বেড়েছে।

এদিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বাড়লেও কোম্পানিটির শেয়ারের দাম কমছে। গত ২৬ এপ্রিল শেয়ারটির দাম ছিল ১২৪ টাকা ৫০ পয়সা। সেখান থেকে ১১ টাকা ৫০ পয়সা কমে ১১৩ টাকা লেনদেন হয়েছে বুধবার (২৫ মে)।

কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সর্বশেষ ২০২১ সালে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এর আগের বছর ২০২০ সালে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১৫ কোটি ২৫ লাখ ৩৫ হাজার ৪০টি। এর মধ্যে সরকারের হাতে রয়েছে কোম্পানির ৫২ দশমিক ১০ শতাংশ শেয়ার। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ২৪ দশমিক ৩০ শতাংশ শেয়ার। এছাড়া ২৩ দশমিক ৬০ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।