চাঁদ থেকে খসে পড়া পাথরটি বিক্রি হবে

অনলাইন ডেস্ক

সময় একাত্তর

প্রকাশিত : ১০:৫২ এএম, ২ মে ২০২০ শনিবার

এ যেন এক টুকরো চাঁদ! ফুটবলের চেয়ে সামান্য বড় চাঁদের পাথরটি সাহারা মরুভূমিতে খসে পড়েছিল। সেই টুকরোর অংশ থেকে সামান্য কণা বিক্রি করতে চলেছে ব্রিটিশ অকশন হাউজ ক্রিস্টিজ। 

এটি এখন পর্যন্ত পৃথিবীতে পাওয়া চাঁদের পঞ্চম বৃহত্তম পাথর। এ পাথরের ওজন ৩০ পাউন্ড বা সাড়ে ১৩ কেজি। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ‘এনডব্লিউএ ১২৬৯১’। নিলামে চাঁদের পাথর কণার মূল্য উঠেছে ২ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ২১ কোটি ৩৯ লাখ ৭ হাজার ৩২৩ টাকা। খবর সিএনএন

ক্রিস্টিজের সায়েন্স অ্যান্ড ন্যাচারাল হিস্ট্রি বিভাগের প্রধান জেমন হাইসলপ বলেন, বিরল এক ঘটনায় পাথরটি পৃথিবীবাসীর কাছে এসে পৌঁছেছে। চাঁদের বিশ্বমানের নমুনা সংগ্রহের এটি একটি অসাধারণ সুযোগ।

চাঁদের ওপর উল্কাপাতের ফলে দুই বছর আগে পাথরটি কমপক্ষে ২ লাখ ৩৯ হাজার মাইল পাড়ি দিয়ে সাহারা মরুভূমিতে পড়ে।