অন্যতম শীর্ষ করদাতার স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ

বাণিজ্য ডেস্ক

সময় একাত্তর

প্রকাশিত : ০৯:৫৬ এএম, ৩ আগস্ট ২০২২ বুধবার

অন্যতম শীর্ষ করদাতার স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ

অন্যতম শীর্ষ করদাতার স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ

২০২১-২২ অর্থবছরের অন্যতম শীর্ষ করদাতা হিসেবে বিএটি বাংলাদেশকে সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) আয়কর বিভাগ। আয়কর প্রদানে অবদান রাখায় ‘ম্যানুফ্যাকচারিং’ বিভাগে বিএটি বাংলাদেশকে এই স্বীকৃতি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার এক অনুষ্ঠানে বিএটি বাংলাদেশের ফিন্যান্স ডিরেক্টর আমান মুস্তাফিজ ও এক্সটার্নাল অ্যাফেয়ার্স বিভাগের প্রধান শেখ শাবাব আহমেদের হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেয়া হয়। সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি এনবিআরের সদস্য শাহীন আক্তার।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) এর ইনকাম ট্যাক্স বিভাগের কমিশনার ইকবাল হোসেন।

২০২১-২২ অর্থবছরে বিএটি বাংলাদেশ বিগত অর্থবছরের তুলনায় প্রায় ৮ শতাংশেরও বেশি টাকা আয়কর হিসেবে সরকারি কোষাগারে প্রদান করেছে। কোম্পানিটি প্রতি বছর দেশের মোট অভ্যন্তরীণ রাজস্বে প্রায় ১০শতাংশ অবদান রাখে। 

আয়কর ছাড়াও শুধুমাত্র গত অর্থবছরে বিএটি বাংলাদেশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং সম্পূরক শুল্ক (এসডি) বাবদ জাতীয় কোষাগারে প্রায় ২৫ হাজার ৭৮৩ কোটি টাকা জমা দিয়েছে।