শিরোপার হাতছানি যুবাদের সামনে

স্পোর্টস ডেস্ক:

সময় একাত্তর

প্রকাশিত : ১০:২৫ এএম, ৫ আগস্ট ২০২২ শুক্রবার

শিরোপার হাতছানি যুবাদের সামনে

শিরোপার হাতছানি যুবাদের সামনে

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথমবারের মতো শিরোপা জয়ের হাতছানি যুবাদের সামনে। ভারতকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসের কথাও জানান বাংলাদেশ অধিনায়ক তানভীর।

শুক্রবার ভারতের ভুবেনশ্বেরের কালিঙ্গ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনালের এই ম্যাচ।

এবারের প্রতিযোগিতায় আগের সব আসরের চ্যাম্পিয়ন ভারতের শুরুটা ভালো হয়নি। বাংলাদেশের কাছে ২-১ গোলে হেরে যায় তারা। কিন্তু পরের তিন ম্যাচে প্রতিপক্ষদের রীতিমতো উড়িয়ে দেয় স্বাগতিকরা।

পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকে ফাইনালে ওঠে বাংলাদেশের যুবারা। অধিনায়ক তানভির এসব নিয়ে কোনো চাপ অনুভব করছেন না। ভারতের মাটি থেকে শিরোপা নিয়ে দেশে ফেরাই লক্ষ্য তার। 

ফাইনাল নিয়ে বাংলাদেশের অধিনায়ক বলেন, 'আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন শিরোপাটা দেশবাসীকে উপহার দিতে পারি। পরিকল্পনা অনুযায়ী আমরা ফাইনালে পৌঁছেছি।’ 

তবে ফাইনালের আগে চিন্তায় আছে টিম ম্যানেজম্যান্ট। লাল কার্ডের কারণে ভারতের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না শহীদুল। আসরে বাংলাদেশ দলের প্রতিটি ম্যাচে আলো ছড়িয়েছেন মিরাজুল। 

হ্যাটট্রিকসহ গোলও করেছেন চারটি। তাকে নিয়েও আছে দুঃসংবাদ। ইনজুরিতে পড়েছেন এই স্ট্রাইকার। ফাইনালে তাকে পাওয়া নিয়ে দলে অনিশ্চয়তা রয়েছে।