যুক্তরাষ্ট্রের বাজা‌রে বাংলাদেশের হিস্যা বাড়াতে সমঝোতা সই

বাণিজ্য ডেস্ক

সময় একাত্তর

প্রকাশিত : ১২:৪৬ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২২ বুধবার

যুক্তরাষ্ট্রের বাজা‌রে বাংলাদেশের হিস্যা বাড়াতে সমঝোতা সই

যুক্তরাষ্ট্রের বাজা‌রে বাংলাদেশের হিস্যা বাড়াতে সমঝোতা সই

যুক্তরাষ্ট্রের মূল ধারার অর্থনীতি ও বাজারে বাংলাদেশের অন্তর্ভুক্তি বাড়াতে গ্রেটার নিউ ইয়র্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে চুক্তি সই করেছে এফবিসিসিআই।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর ) এফবিসিসিআইয়ের পক্ষ থে‌কে এ তথ্য জা‌নানো হয়।

এর আগে গত রোববার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজিত ‘বঙ্গবন্ধুর ভিশন ও বাংলাদেশি ইমিগ্রান্ট ডে’ শীর্ষক সেমিনারে এই চুক্তি সই হয়।

চুক্তিতে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন ও গ্রেটার নিউ ইয়র্ক চেম্বারের সভাপতি মার্ক জেফ স্বাক্ষর করেন।

বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রযাত্রায় মার্কিন যুক্তরাষ্ট্রকে বন্ধু হিসেবে পেয়ে এসেছে বলে মন্তব্য করেন সভাপতি। এ সময় মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশ থেকে তৈরি পোশাকের পাশাপাশি অন্যান্য পণ্যও আমদানির আহ্বান জানান তিনি।

এ সময় এফবিসিসিআই সভাপতি বলেন, বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী থাকাকালীন ১৯৭৪ সালে বাংলাদেশ সর্বোচ্চ ৯.৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছিল। বিগত দশকে ব্যাপক আর্থ-সামাজিক অগ্রগতির পরেও প্রবৃদ্ধি অর্জনে বঙ্গবন্ধুর রেকর্ড এখনো অটুট রয়েছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত বৈদেশিক নীতি মূলত বঙ্গবন্ধুর মৌলিক মূল্যবোধ ও দর্শনের সফল প্রতিফলন বলে মন্তব্য করেন সভাপতি।

বেসরকারি খাতকে শক্তিশালী ও আধুনিক করতে বাংলাদেশ বেশকিছু সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। যা দেশের শিল্পায়ন ও রপ্তানি নির্ভর প্রবৃদ্ধি অর্জনকে নিশ্চিত করেছে ব‌লে জানান ব্যবসায়ী‌দের এ নেতা।