জুলকারনাইন সামি: একজন কুখ্যাত কিলারের নাম
রাজনীতি ডেস্ক
সময় একাত্তর
প্রকাশিত : ০৩:৩৩ পিএম, ২ অক্টোবর ২০২২ রোববার
জুলকারনাইন সামি
আজ থেকে প্রায় একবছর আগে বিতর্কিত সংবাদ পরিবেশনকারী সংস্থা আল-জাজিরা নিজেদের এজেণ্ডা বাস্তবায়নের কৌশল স্বরুপ বাংলাদেশ বিরোধী একটি ভিডিও ইউটিউবে আপলোড করে। একটি নির্দিষ্ট উদ্দেশ্যে পরিচালিত হওয়া ভিডিওটি পরিচালনার নৈপথ্যে বাংলাদেশের যে তিনজন ষড়যন্ত্রকারী কাজ করেছে তাদের মধ্যে সামি একজন। যিনি এখনো দেশে বিরোধী ষড়যন্ত্রে সক্রিয়। যার প্রমাণ স্বরূপ আমরা দেখে আয়নাঘর নামক একটি বানোয়াট রম্য রচনা।
সামির সঙ্গে থাকা অপর দু’জন হচ্ছে দেশ পলাতক সাংবাদিক তাসনিম খলিল এবং ড. কামাল হোসেনের মেয়ের জামাই রাজাকার পক্ষের ইহুদি লবির সাংবাদিক ডেভিড বার্গম্যান। যিনি বাংলাদেশের যুদ্ধাপরাধীদের পক্ষে অযাচিত কথা বলে দেশের রাজনীতিতে নগ্ন হস্তক্ষেপ করেছিলেন।
বিগত ৭ বছর ধরেই বিভিন্ন কায়দায় এ তিনজন দেশ বিরোধী কার্যক্রম চালিয়ে আসছে। এখনো তাদের এমন ষড়যন্ত্র বিদ্যমান রয়েছে।
তাসনিম খলিলের ভণ্ডামি ও ইহুদি লবির সাংবাদিক ডেভিড বার্গম্যানের কুকীর্তি সম্পর্কে সকলের ধারনা থাকলেও জুলকারনাইন সের খান ওরফে সামি সম্পর্কে অনেকেরই জানার আগ্রহ রয়েছে।
তাই আজ আপনাদের এক ভয়ঙ্কর অপরাধী জুলকারনাইন সের খান থেকে কুখ্যাত কিলার সামি হয়ে ওঠার গল্প শোনাবো।
কিলার সামি কিশোর বয়সেই থেকেই মাদকাসক্ত হয়ে পড়েন। জানা যায়, বাবা-মার অবাধ্য এই সন্তান নিজের স্বার্থের জন্য বাবার গায়ে হাত তুলতেন। নেশা কারণে মায়ের গয়না চুরি করতে কুণ্ঠাবোধ করতেন না তিনি। নেশার জন্য ছিচকে চুরি ও ডাকাতির পথে পা বাড়ালে বাবা চিন্তিত হয়ে লোক সমাজের ভয়ে তাকে হাঙ্গেরি পাঠিয়ে দেন। এরপর সেখানে গিয়ে শুরু হয় উক্ত অঞ্চলের মাফিয়াদের সঙ্গে সখ্যতা গড়ার খেলা। সে সময় ডেভিড বার্গম্যানের বন্ধু হামজা খালিদ সামিকে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার পেইড এজেন্ট হিসেবে কাজ করার জন্য ১ মিলিয়ন ডলারের অফার দিলে তিনি রাজি হয়ে যান। শর্ত থাকে, ক্যামেরার সামনে মিথ্যাচার করতে হবে।
যার ফলশ্রুতিতে সামি ক্যামেরার সামনে এসে আল জাজিরার ‘অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন’ শিরোনামের প্রতিবেদনটিতে একের পর এক বানোয়াট গল্প পরিবেশন করেন। শুধু তাই নয়, এখনো তার দেশ বিরোধী কার্যক্রম অব্যহত রয়েছে।
সামির বিষয়ে এই প্রতিবেদন তৈরিতে আমাদের সহায়তা করেছেন তার ছোট বেলার বন্ধু ইশতিয়াক হোসাইন। তিনি আরো বলেন, সামি এক্স ক্যাডেট। বিষয়গুলো শুনতে খারাপ শোনা গেলেও সত্য যে, ক্লাস এইটে তাকে ক্যাডেট থেকে বের করে দেয়া হয়েছিল ডিসিপ্লিনের কারণে। পরে আমাদের সাথে কুমিল্লার ইস্পাহানি পাবলিক স্কুলে ভর্তি হয়। বাবা ছিল আর্মির ডাক্তার, মা গৃহিণী। মূলত নেশার কারণেই তার এতো অধঃপতন। লজ্জায় আঙ্কেল তাকে হাঙ্গেরি পাঠিয়ে দিলে সেখান গিয়ে সে আরো বেপরোয়া হয়ে ওঠে। যেহেতু তার টাকার প্রতি লোভ ছিলো, তাই সে আলজাজিরায় ফেইক ফরমা হিসেবে কাজ শুরু করে। বর্তমানে তাই করে যাচ্ছেন। যদিও একটি কথারও প্রমাণ দিতে পারবে না।
জেনে রাখা প্রয়োজন, বাংলাদেশ বিরোধী সংবাদ প্রচারের জন্য আল-জাজিরা World Wide Jamaat-e-Islami সংগঠন থেকে ৫০০ মিলিয়ন ডলার উপঢৌকন পেয়েছিলেন। কাতার সরকারও এজেণ্ডা বাস্তবায়নের কল্প স্বরুপ World Wide Jamaat-e-Islami-কে সমর্থন করে।
যা প্রমাণ করে জুলকার নাইন একজন স্বার্থ লোভী সুযোগসন্ধানী মানুষ। ফলে আর যাই হোক এ ষড়যন্ত্রকারীকে বিশ্বাস করার মতো ভুল এ দেশের মানুষ করবে না।
এদের থেকে দূরে থাকুন, বয়কট করুন।