ময়মনসিংহে ৫-১১ বছর বয়সীদের কোভিড দ্বিতীয় ডোজ টিকাদান শুরু

নিজস্ব প্রতিবেদক

সময় একাত্তর

প্রকাশিত : ১২:০৫ পিএম, ২৪ অক্টোবর ২০২২ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ সিটি কর্পোরেশনে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের কোভিড ১৯ টিকার দ্বিতীয় ডোজ প্রদান শুরু হয়েছে। এ পর্যন্ত মসিকের ৫ থেকে ১১ বছর বয়সী কোভিড ১৯ টিকা নেওয়া প্রায় ৬২ হাজার শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রায় গতকাল রবিবার থেকে নির্ধারিত বিদ্যালয়সমূহে এ কার্যক্রম শুরু হয়েছে।

বিদ্যালয়সমূহের টিকা কার্যক্রম পরিদর্শন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ। তিনি জানান, ১২ কর্মদিবস স্কুল পর্যায়ে ২য় ডোজ টিকা প্রদান করা হবে। এরপরও কেউ বাদ পড়লে ওয়ার্ড পর্যায়ে পরবর্তী ২ দিন শিশুদের টিকা প্রদান করা হবে।

তিনি আরও জানান, মেয়র মোঃ ইকরামুল হক টিটুর নির্দেশনায় সুষ্ঠুভাবে শিশুদের ১ম ডোজ টিকা প্রদান করা হয়েছে। ২য় ডোজ টিকা প্রদানও সুষ্ঠুভাবে আওম্পন্ন হবে। পরিদর্শনকালে মেডিকেল অফিসার ডাঃ আসমাউল ইসলাম রুম্পা, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ ফাহমিদা ইসলাম লিমা, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।