চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৩ জন

নিজস্ব প্রতিবেদক

সময় একাত্তর

প্রকাশিত : ১২:১৫ পিএম, ২৪ অক্টোবর ২০২২ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় ১৪৬টি নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৮ দশমিক ৯০ শতাংশ।

এদিন করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

সোমবার (২৪ অক্টোবর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১০টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

নতুন আক্রান্ত ৬ জন মহানগর এলাকার ও ৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৯ হাজার ৪৩৪ জন।

এর মধ্যে মহানগর এলাকায় ৯৪ হাজার ৩৭৬ জন এবং উপজেলায় ৩৫ হাজার ৫৮ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৬৭ জনের মধ্যে ৭৩৭ জন মহানগর এবং ৬৩০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।