ময়মনসিংহের গফরগাঁওয়ে ১০ দিনব্যাপী অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক

সময় একাত্তর

প্রকাশিত : ০৩:৪১ পিএম, ২৬ অক্টোবর ২০২২ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ১০ দিন মেয়াদী গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণের (পুরুষ-মহিলা) উদ্বোধন করা হয়েছে।

গফরগাঁও উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে ভাষা শহীদ আব্দুল জব্বার স্মৃতি জাদুঘরে অথিতি বক্তা হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন রাওনা ইউনিয়ন পরিষদের চেয়াম্যান সাহাবুল আলম, গফরগাঁও উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুল হামিদ প্রমুখ ।

জানা যায়, উপজেলার যশরা ইউনিয়নের আনসার ও ভিডিপি সদস্যদের প্রশিক্ষনের লক্ষে গফরগাঁও উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে ভাষা শহীদ আব্দুল জব্বার স্মৃতি জাদুঘরে ১০দিন প্রশিক্ষণের উদ্ধোধন করা হয়।

১০ দিন মেয়াদী গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ কর্মশালায় ৩২ জন পুরুষ ও ৩২ জন মহিলাসহ মোট ৬৪ জন আনসার ও ভিডিপি সদস্য অংশ নেন।