উন্নত বাংলাদেশ গড়তে বিজ্ঞান চর্চা বাড়াতে হবে : সমাজকল্যাণমন্ত্রী

নিউজ ডেস্ক

সময় একাত্তর

প্রকাশিত : ০৯:৪১ এএম, ২৭ নভেম্বর ২০২২ রোববার

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, বিজ্ঞান ছাড়া বর্তমান বিশ্বের সঙ্গে খাপ খাওয়ানো যাবে না। তাই উন্নত বাংলাদেশ গড়তে বিজ্ঞান চর্চা বাড়াতে হবে। 

গতকাল শনিবার গাজীপুর কালীগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৭ম বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

নুরুজ্জামান আহমেদ বলেন, কুসংস্কার ও বিপথগামীতা থেকে বাঁচাতে তরুণ প্রজন্মকে বিজ্ঞানমুখী করতে হবে। প্রযুক্তির উৎকর্ষের সঙ্গে তাল মিলিয়ে না চললে আমরা পিছিয়ে পড়ব। 

তিনি বলেন, উন্নত বাংলাদেশের যে স্বপ্ন নিয়ে দেশ এগিয়ে যাচ্ছে, তার মূল চালিকাশক্তি হচ্ছে বিজ্ঞান। শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান চর্চা ও প্রযুক্তির উত্তম ব্যবহার ছড়িয়ে দিতে মন্ত্রী, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টদের আহ্বান জানান নুরুজ্জামান আহমেদ।

পরে বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াডের উদ্বোধন ঘোষণা করেন সমাজকল্যাণমন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জের ইউএনও মো. আব্দুল মান্নান।