হিজরি নববর্ষের পর নবীজির রওজা পরিদর্শন করেছেন ৮০ লাখ মানুষ
নিউজ ডেস্ক
সময় একাত্তর
প্রকাশিত : ১১:৩৯ এএম, ২৮ জানুয়ারি ২০২৩ শনিবার
হিজরি নববর্ষের পর নবীজির রওজা পরিদর্শন করেছেন ৮০ লাখ মানুষ
হিজরি ১৪৪৪ নববর্ষের প্রথম দিন থেকে এখন পর্যন্ত ৮০ লাখ মানুষ এ পর্যন্ত মদিনা ভ্রমণ করেছেন। দর্শনার্থীদের মূল উদ্দেশ্যই ছিল নবীজির রওজা মোবারক পরিদর্শন।
দুই পবিত্র মসজিদের প্রেসিডেন্সি বিষয়ক প্রধান শেখ ডক্টর আবদুল রহমান আল-সুদাইস এ তথ্য জানান।
সৌদি আরবে বিশ্ব মুসলিমদের পবিত্র দুই নগরী অবস্থিত। পবিত্র দুই নগরী মক্কা এবং মদিনাতে প্রতি বছর হজ যাত্রীদের পাশাপাশি হাজার হাজার দর্শনার্থী ভ্রমণ করে থাকেন। দর্শনার্থী এবং হজ যাত্রীরা যাতে সৌদি আরবের সংস্কৃতি এবং সামাজির আচারণ সম্পর্কে জানতে পারে এজন্য সর্বাত্মক চেষ্টা করা হয়।
ড. আবদুল রহমান আল-সুদাইস জানান, হজরত মুহাম্মদ (সা.)-এর রওজায় অভিবাদন জানিয়েছেন ৭৭ লাখ মুসল্লি। এছাড়া পুরনো মসজিদ এবং রওজা শরীফের ভেতর হজ যাত্রীদের সংখ্যা প্রায় ২০ লাখে পৌঁছেছে। আর মসজিদে নববীতে নামাজ আদায় করেছেন ১ কোটি ২০ লাখ নারী-পুরুষ।
সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সা. ইসলামের প্রচার শুরু করেন মক্কা নগরী থেকে। পরবর্তীতে কাফের এবং মুশরিকদের বিরোধীতায় মক্কায় টিকতে না পেরে আল্লাহর নির্দেশে পবিত্র নগরী মদিনায় হিজরত করেন। সেখান থেকেই তিনি শান্তিপূর্ণভাবে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেন। ফলে মুসলিমদের কাছে মক্কা এবং মদিনা বিশেষ গুরুত্ব বহন করে।