মানুষ হত্যাই বিএনপির রাজনীতি

নিউজ ডেস্ক

সময় একাত্তর

প্রকাশিত : ০৯:২১ এএম, ৩১ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার

আমির হোসেন আমু

আমির হোসেন আমু

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, আন্দোলন সংগ্রামের নামে জ্বালাও-পোড়াও করে মানুষ হত্যা করাই বিএনপির রাজনীতি।

গতকাল সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) আয়োজিত ‘বর্তমান জাতীয় ও আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

আমির হোসেন আমু বলেন, বিএনপি একাত্তরের পরাজিত শক্তি। আন্দোলন সংগ্রামের নামে মানুষ হত্যা করাই তাদের রাজনীতি। তারা আন্দোলন সংগ্রামের কথা বলে গাড়িতে অগ্নি সংযোগ, মানুষ পুড়িয়ে হত্যা করেছে। সেইসব ঘটনা এ দেশের মানুষ ভুলে যায়নি।

তিনি আরো বলেন, আবার যদি আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হয় তাহলে, জনগণকে নিয়ে বিএনপিকে মোকাবিলা করা হবে। বিএনপির নির্বাচন নিয়ে টালবাহানা করার কারণ হচ্ছে তাদের জনসমর্থন নেই।

আওয়ামী লীগের এ নেতা বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হত্যা করা হয়। বঙ্গবন্ধু হত্যার পর টানা ২১ বছর আওয়ামী লীগ চরম নির্যাতনের শিকার হয়েছে। অথচ আওয়ামী লীগ ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর ২০০১ সাল পর্যন্ত বিএনপির গায়ে একটা টোকাও দেয়নি।

এ সময় উপস্থিত ছিলেন- বাসদের আহ্বায়ক রেজাউর রশীদ খান, সদস্য সচিব হামিদুল কিবরিয়া চৌধুরী, জাসদের সভাপতি হাসানুল হক ইনু প্রমুখ।