নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাকিস্তানে ‘পাঠান’

নিউজ ডেস্ক

সময় একাত্তর

প্রকাশিত : ০২:৪৪ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২৩ রোববার

নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাকিস্তানে ‘পাঠান’

নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাকিস্তানে ‘পাঠান’

মুক্তির পর থেকে বিশ্বজুড়ে ব্যবসা করে চলেছে বলিউডের কিংখ্যাত শাহরুখ খানের সিনেমা ‘পাঠান’। মুক্তির ১০ দিনেই বিশ্বজুড়ে সিনেমাটির আয় ৭০০ কোটি রুপি। তবে এই ছবি মুক্তিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল পাকিস্তানে। এবার সব নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাকিস্তানের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হলো ‘পাঠান’।

গতকাল শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার। প্রতিবেদনে বলা হয়, অন্য ভারতীয় ছবির মতোই পাকিস্তানে মুক্তির ছাড়পত্র পায়নি সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবি ‘পাঠান’। তবে সিন্ধ সেন্সর বোর্ডের সেই নিষেধাজ্ঞাকে পাত্তাই দেয়নি দেশটির ‘ফায়ারওয়ার্ক ইভেন্ট’ নামক একটি সংস্থা। দেশটির প্রেক্ষাগৃহে বেআইনিভাবেই জোগাড় করে দেখানো হয় ‘ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স’-এর এই ছবি। এদিন পাকিস্তানি ৯০০ রুপির টিকিটেও হাউসফুল ছিল ‘পাঠান’-এর শো।

এদিকে, দেশটিতে এই সিনেমা প্রদর্শনের পরপরই নড়েচড়ে বসেছে সিন্ধ সেন্সর বোর্ড কর্তৃপক্ষ। ফায়ারওয়ার্ক ইভেন্টকে অবিলম্বে ‘পাঠান’-এর সব প্রদর্শন বন্ধের নির্দেশ দিয়ে এক বিবৃতি জারি করেছে বোর্ড।বিবৃতিতে বলা হয়, কেউ যদি বেআইনিভাবে ‘পাঠান’ প্রদর্শন করেন, তা হলে অপরাধ হিসেবে গণ্য হবে। এর শাস্তি হিসেবে হল মালিককে এক লাখ রুপি জরিমানা থেকে শুরু করে তিন বছরের জেল পর্যন্ত হতে পারে।