সিরিজ জয়ের মিশন টাইগারদের, ইংলিশদের বাঁচানোর

নিউজ ডেস্ক

সময় একাত্তর

প্রকাশিত : ১০:৫৯ এএম, ১২ মার্চ ২০২৩ রোববার

সিরিজ জয়ের মিশন টাইগারদের, ইংলিশদের বাঁচানোর

সিরিজ জয়ের মিশন টাইগারদের, ইংলিশদের বাঁচানোর

টাইগারদের ডাকছে ইতিহাস। ওয়ানডেতে সিরিজ খোয়ানোর মতো সর্বনাশ হলেও টি-টোয়েন্টিতে ইংলিশ বধ খুব একটা কষ্টসাধ্য কিছু নয়। আরেকটা ম্যাচ জিততে পারলেই ইংলিশদের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়বে টাইগাররা।

অন্যদিকে ইংলিশদের সামনে সিরিজে টিকে থাকার লড়াই। টি-টোয়েন্টি সিরিজ জয় করতে হলে ইংল্যান্ডের সামনে মিরপুরে আজকে জয় ছাড়া অন্য কোনো বিকল্প নেই।

এবারই প্রথম ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টিতে জয়ের দেখা পেয়েছে টাইগাররা। এখন আরেক ইতিহাস লিখতে মিরপুরে দুইটা সুযোগ পাচ্ছে সাকিব আল হাসানের দল। সিরিজের বাকি থাকা দুই টি-টোয়েন্টির একটাতে জিততে পারলেই হবে ইতিহাস।

২০২১ সালে বাংলাদেশ প্রথমে অস্ট্রেলিয়া এবং পরে নিউজিল্যান্ডকে হারিয়ে ঘরের মাঠে সিরিজ জিতেছিল। একই বছর আগস্টে মিরপুরে অস্ট্রেলিয়াকে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হারায় করে টাইগাররা। আর সেপ্টেম্বরে নিউজিল্যান্ড হারে ৩-২ ব্যবধানে।

তবে ইংলিশদের বিপক্ষে মিরপুর টাইগারদের বিপরীতে হাঁটছে। মিরপুরে ওয়ানডেতে দুই ম্যাচেই জয় পেয়েছে ইংলিশরা।

এবার দেখার পালা ‘আনলাকি’ মিরপুরে বাংলাদেশের সৌভাগ্যের শালিক পায়চারি করে কিনা। তামিম ইকবাল পারেননি, এবার সাকিবেই ভরসা টাইগার ভক্তদের।