সফটওয়্যার টেস্টিং খাতে বাংলাদেশের অপার সম্ভাবনা

নিউজ ডেস্ক

সময় একাত্তর

প্রকাশিত : ০৯:১৮ এএম, ১ এপ্রিল ২০২৩ শনিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বিশ্বজুড়ে সফটওয়্যার টেস্টিং খাতের বিশাল বাজার রয়েছে। পাশাপাশি নিজেদের লোকাল মার্কেটেও এই সেক্টরের রয়েছে অপার সম্ভাবনা। এজন্য আমাদের প্রয়োজন দক্ষ জনবল। এ খাতের সংশ্লিষ্টরা বলছেন, ২০২৩ সালে বাংলাদেশে সফটওয়্যার টেস্টিং খাতে রয়েছে বিপুলপরিমাণ দক্ষ মানুষের চাহিদা রয়েছে। 

খন্দকার আজিজুল ইসলাম বলেন, “করোনাকালীন সময়ে সফটওয়্যার খাতে বিপ্লব হয়েছে। সে সময় আমাদের ছেলে-মেয়েরা নিজেদের দক্ষতায় সুরক্ষা অ্যাপ তৈরি করেছে। এতে প্রায় ১২ কোটি মানুষকে সহজে ভ্যাকসিনের আওতায় আনা সম্ভব হয়েছে। নিজেরা সফটওয়্যার তৈরি করায় প্রায় দেড়শ কোটি টাকা সাশ্রয় হয়েছে। এখন আমাদের সফটওয়্যারের কোয়ালিটির দিকে নজর দিতে হবে। আমরা যদি সফটওয়্যার রপ্তানি করতে চাই কোয়ালিটির বিকল্প নেই”।

মোহাম্মদ নাবিদ সাইফুল্ল্যাহ বলেন, “সফটওয়্যার শিল্পের উন্নয়নের জন্য সরকার, ইন্ড্রাস্টি এবং একাডেমিয়ার একসঙ্গেকাজ করতে হবে। স্মার্ট বাংলাদেশের দিকে আমরা অগ্রসর হচ্ছি। এক্ষেত্রে সফটওয়্যারের কোয়ালিটি ও টেস্টিংয়ের দিকে নজর দিতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে এবিষয়ে একটা কোর্স চালু করা প্রয়োজন”।