চট্টগ্রামে এডিসের লার্ভা পাওয়ায় ১২ ভবন মালিককে জরিমানা

অনলাইন ডেস্ক

সময় একাত্তর

প্রকাশিত : ০৯:১৯ এএম, ১৩ জুলাই ২০২৩ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

চট্টগ্রাম মহানগরীর দক্ষিণ খুলশী এলাকায় অভিযান চালিয়ে চিকিৎসকের বাড়িসহ ১২ স্বনামধন্য প্রতিষ্ঠানের ভবনে মশার লার্ভা পাওয়ায় মালিককে ৯২ হাজার টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

দক্ষিণ খুলশীর অভিজাত ভবনগুলোতে এ অভিযান চলালো হয়।

অভিযান সম্পর্কে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম জানান, খুলশী অভিজাত এলাকায়ও অসচেতনতার কারণে জমে থাকা পানিতে মশার প্রজনন হচ্ছে। এমনকি কয়েকজন চিকিৎসকের বাড়ি ও স্বনামধন্য প্রতিষ্ঠানের ভবনেও জমে থাকা পানিতে লার্ভা পেয়েছি আমরা। নাগরিকদের সচেতনতা ছাড়া ডেঙ্গু নিধন সম্ভব নয়। নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।