নেত্রকোণা-৪ আসন শূন্য ঘোষণা

অনলাইন ডেস্ক

সময় একাত্তর

প্রকাশিত : ০৮:২৭ পিএম, ১৫ জুলাই ২০২৩ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) বেগম রেবেকা মমিনের মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়। তিনি গত ১১ জুলাই মৃত্যুবরণ করেন।

সংসদ সচিবালয়ের সিনিয়র সচিক কে এম আব্দুস সালামের সই করা এ সংক্রান্ত গেজেটে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য বেগম রেবেকা মমিন গত ১১ জুলাই মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের ১৬০ নেত্রকোণা-৪ আসনটি ঐ তারিখে শূন্য হয়েছে।

এদিকে ইসি কর্মকর্তারা জানিয়েছেন, জাতীয় সংসদের কোনো আসন শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। এক্ষেত্রে আগামী ৮ অক্টোবর ৯০ দিন পূরণ হবে। এ সময়ের মধ্যেই এই উপ-নির্বাচন অনুষ্ঠিত।

নেত্রকোণা-৪ আসনটির উপ-নির্বাচনে জয়ী হয়ে যিনি সংসদে আসবে তিনি ছয় মাসেরও কম সময় পাবেন। কেননা, আগামী জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।