এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

নিউজ ডেস্ক

সময় একাত্তর

প্রকাশিত : ০৩:০৪ পিএম, ১৭ জুলাই ২০২৩ সোমবার

এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

২০২৩ সালের এইচএসসি পরীক্ষার চলমান ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে আরো দুই দিন। নতুন সময় অনুযায়ী, বিলম্ব ফি ছাড়াই ফরম পূরণ করা যাবে ১৮ জুলাই পর্যন্ত। সোনালী সেবার মাধ্যমে ফি দেওয়ার সময় ১৯ জুলাই পর্যন্ত। 

গতকাল রোববার (১৬ জুলাই) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশারের সই করা অফিস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো বলা হয়, বিলম্ব ফিসহ শিক্ষার্থীদের ফরম পূরণের সময় ২০ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত বাড়ানো হলো। ‘সোনালী সেবার মাধ্যমে ফি দেওয়ার সময় ২৬ জুলাই পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো।গত ৯ জুলাই থেকে‌ শুরু হয় ফরম পূরণ।আগামী ১৭ আগস্ট থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে।